Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। জরুরি যোগাযোগ :- +8801716473920(চেয়ারম্যান) , +8801917590695 (সচিব) ।


শিরোনাম
সৌদি ফেরত স্ত্রীকে হত্যা
বিস্তারিত
সৌদি ফেরত স্ত্রীকে হত্যা করে পুতে রাখা হয় মেঝেতে। রোকসানাকে শ্বাসরোধের হ#ত্যা#র পর লা#শ গু#ম করতে নির্মানাধীন ভবনের মেঝের বালুর নীচে রেখে ছিলো স্বামী বাবলু।  স্ত্রী রোকসানার আয়ের টাকায় নির্মিত হচ্ছিলো মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা গ্রামের ওই ভবনটি। স্ত্রী রোকসানা চলতি মাসের ৬ তারিখে সৌদি আরব থেকে দেশে আসেন এবং সাভারে ভাড়া বাসায় থাকেন ওই দম্পত্তি। সেখান থেকে ১৩ অক্টোবর তারা শানবান্ধা গ্রামের বাসায় আসেন। সেদিন সেখানে তাদের মধ্যে কথা কা#টা#কা#টির এক পর্যায়ে স্ত্রী রোকসানাকে হ#ত্যা করে স্বামী বাবলু। এরপর রোকসানার পড়নের সালোয়ার, কামিজ, ওড়না এবং হ#ত্যা#কা#ন্ডে ব্যবহৃত কাপড়ের পাইরের রশি আংশিক পু#ড়ি#য়ে ফেলে রাখে। পরে স্বামী বাবলু আ#ত্ম#গো#পনে চলে যায়। ১৯ অক্টোবর খুলনার কোতয়ালী থানার হাদিস পার্কের সামনে থেকে তাকে গ্রে#প্তা#র করে পুলিশ। সে তাঁর স্ত্রীকে হ#ত্যা#র কথা স্বীকার করেছে। (শুক্রবার) বেলা ১১টায় মানিকগঞ্জ সদর থানায় গনমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
ভিডিওঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস।
স্ক্রিপ্ট রাইটার ঃ আশরাফ লিটন
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/10/2023
আর্কাইভ তারিখ
31/03/2024