মতলবপুর আদর্শ দাখিল মাদরাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম (সিলেবাস) অনুযায়ী পরিচালিত হয়।
প্রতিষ্ঠাকাল: ২০১৬ খ্রি.
পাশের হার: ১০০%
মোট ছাত্র- ছাত্রীর সংখ্যা: ৩৩২ জন
মতলবপুর আদর্শ দাখিল মাদরাসা, মানিকগঞ্জ সদর থানার ভাড়ারিয়া ইউনিয়নের মতলবপুর গ্রামে অবস্থিত। ২০১৫ সালে মতলবপুর গ্রামবাসীর উদ্দ্যোগে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে ৮০ফিট/২৫ফিট একতলা বিশিষ্ট পাকা ভবন নির্মান হয়, ২০১৬ সালের জানুয়ারী মাসে প্লে হতে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালুহয়ে বর্তমানে (২০২৩ সালে) ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ জাহিদুল ইসলাম | +8801749109818 | zahid.du91@gmail.com |
প্লে গ্রুপ: ৪১ জন
নার্সারি গ্রুপ: ৪০ জন
কেজি ক্লাস: ৩১ জন
প্রথম শ্রেণি: ২০ জন
২য় শ্রেণি: ৩৬ জন
৩য় শ্রেণি: ২৩ জন
৪র্থ শ্রেণি: ২৩ জন
৫ম শ্রেণি: ৩০ জন
৬ষ্ঠ শ্রেণি: ২৭ জন
৭ম শ্রেণি: ২৩ জন
৮ম শ্রেণি: ০৯ জন
৯ম শ্রেণি: ২০ জন
১০ম শ্রেণি: ১০ জন
মোট: ৩৩২ জন
সভাপতি: মুহাম্মদ আইয়ুব আলি
সহ-সভাপতি:
১. মো: সালাউদ্দিন ২. মো: আব্দুর রশিদ ৩. আব্দুল মান্নান
৪. মো: শফিউদ্দিন ৫. মো: জামাল উদ্দিন
সেক্রেটারি: মো: বাবুল মোল্লা
আমাদের প্রথম সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে ২০১৯ সনে
এর পরে করোনা ভাইরাসের কারণে আর কোন সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
৮ জন শিক্ষার্থী সরকারী উপবৃত্তি পায়
২০১৯ সালের সমাপনী পরীক্ষায় ১জন A+ সহ শতভাগ পাশ (মোট পরীক্ষার্থী ১০ জন)।
মাদরাসার ছাত্র-ছাত্রীদের সুগঠিত ও আদর্শ নীতিবান ও দেশ প্রেমিক হিসেবে তৈরি করা এবং দাখিল পরীক্ষায় শতভাগ পাশ সহ A+ এর পরিমান বৃদ্ধি করা।
গ্রাম: মতলবপুর, পোস্ট: বলড়া, ইউনিয়ন: ভাড়ারিয়া, উপজেলা: মানিকগঞ্জ, জেলা: মানিকগঞ্জ
১. আখিঁ আক্তার,
২. সাইমন হোসেন
৩. মাইমুনা আক্তার (১০ শ্রেণি)
১. আবুল বাশার শুভ
২. আমেনা আক্তার
৩. অহনা ইসলাম (৯ম শ্রেণি)
১. সাব্বির হোসেন (৮ম)
১. মারুফা আক্তার
২. ইমন হোসেন
৩. ফাহিমা আক্তার (৭ম শ্রেণি)
১.লিজা মণি,
২. মাসুমা আক্তার
৩. সিনথিয়া (৬ষ্ঠ শ্রেণি)
১. কাজী আসিফ,
২. মারুফা (৫ম শ্রেণি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস