শিরোনাম
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প
বিস্তারিত
একসময় মাটির আসবাবপত্র খুব জনপ্রিয়তা ছিল। এমন কোন বাড়ি নাই তাদের বাড়িতে মাটির আসবাবপত্র ছিল না। ধীরে কালের বিবর্তনে এ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তবুও মৃৎশিল্পের কারিগর তাদের স্বপ্ন বুকে বেধে জীবন নির্বাহের জন্য হলেও কাজ করে যাচ্ছে। ভাড়ারিয়া ইউনিয়নের মৃৎশিল্পের কারিগরের স্বপ্ন বাচিয়ে রাখতে সরকারী সহযোগীতা একান্ত ভাবে তাদের কাম্য। যেন তারা আবার মাটির তৈরী আসবাবপত্র পুনঃরুপ ফিরে পেতে পারে। মৃৎশিল্পের নান্দনিকতা আজ কাল তেমন চোখে পড়ে বললেই চলে।